কালের কণ্ঠ শুভ সংঘ ফুলবাড়িয়া শাখার লিফলেট বিতরণ
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
গতকাল শুক্রবার (২১ জানুয়ারি) সকালে কালের কণ্ঠ শুভ সংঘ ফুলবাড়িয়া শাখার উদ্যোগে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হওয়া লিফলেট বিতরণে অংশ নেন শুভ সংঘের সভাপতি প্রভাষক নির্মল চন্দ্র বিশ্বাস, মোয়াজ্জেম হোসেন মাস্টার, ডা: রফিকুল ইসলাম মানিক, সংঘের প্রচার সম্পাদক সেলিম মিয়া, সদস্য ফিরোজ, কয়েস, কৌশিক সাহা, রাসেল মিয়া, সালমান, জিলানী, আ: রহমান, সবিন প্রমুুুুুুুুুুুুুুুুখ।
ট্রাফিক সিগন্যাল, ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার ও মোবাইল ফোনে কথা না বলা, মোটরসাইকেল চালক ও আরোহীর হেলমেট ব্যবহার, অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো, বৈধ লাইসেন্স নিয়ে গাড়ী চালানো সহ বিভিন্ন ট্রাফিক আইন মেনে চলার লক্ষে সচেতচনামূলক প্রচারনা করা হয় বলে আয়োজন সূত্রে জানা গেছে।