সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী গৌরীপুরে আসছেন
মশিউর রহমান কাউসার, (ময়মনসিংহ):
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি আগামীকাল শনিবার (২২ জানুয়ারী) বেলা ১১ টায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় সফরে আসছেন।
তিনি এদিন গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নে মোঘল শাসনামলে ইতিহাসখ্যাত বীরাঙ্গনা সখিনা বিবির সমাধিস্থল পরিদর্শন করবেন।
এছাড়া তিনি এদিন মইলাকান্দা ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
এসব কর্মসূচীতে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর এ সফরের বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।