শিরোনাম

South east bank ad

নারায়ণগঞ্জের সুষ্ঠু নির্বাচন দেশব্যাপী প্রশংসিত: তথ্যমন্ত্রী

 প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নারায়ণগঞ্জের অবাধ, সুষ্ঠু নির্বাচন দেশব্যাপী প্রশংসিত হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জে নির্বাচনের পরিবেশ দেখে বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে। এ কারণেই বিএনপির নেতা তৈমুরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে মন্ত্রিসভা নির্বাচন কমিশন আইনের খসড়া অনুমোদন দিয়েছে। আমাদের সংবিধানে একটি আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করার কথা বলা আছে। কিন্তু ৫০ বছরেও সেই আইন হয়নি। রাষ্ট্রপতি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এ বিষয়ে সংলাপ করেছেন। সংলাপে বেশির ভাগ দলই একটি আইন প্রণয়নের কথা বলেছেন। সে পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে দ্রুত আইন করার উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু সরকারের এই ভালো উদ্যোগকেও প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে।

ড.হাছান মাহমুদ আরো বলেন, যেকোনো ভালো উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করাই তাদের উদ্দেশ্য। সরকার একটি ভালো উদ্যোগ নিয়েছে যেটি দেশের মানুষ অভিনন্দন জানিয়েছে। এমনকি কিছুদিন আগে আইনজ্ঞ ও সুশীল সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরাও আইন করার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। কিন্তু বিএনপির সবকিছুতেই যে না বলার বাতিক, যেটি অত্যন্ত দুঃখজনক।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: