শিরোনাম

South east bank ad

র‌্যাব-১৪ হেরোইনসহ দুই জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

 প্রকাশ: ০১ জানুয়ারী ১৯৭০, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম, জামালপুরঃ

জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল মঙ্গলবার দুপুরে জামালপুর জেলার সদর থানাধীন দড়িপাড়া গ্রামস্থ টাঙ্গাইল বাস স্ট্যান্ডের জমজম কার পার্কিং এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে হেরোইনসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ শামীম (৩০), পিতা-মৃত নাজিম উদ্দিন, সাং-চাপাতলা ঘাট, থানা-জামালপুর সদর, জেলা-জামালপুর, ২। মোঃ পারভেজ (২৫), পিতা-মোঃ নুরু মিয়া, সাং-কুলুর চর ব্যাপারীপাড়া, থানা-শেরপুর সদর, জেলা-শেরপুরদের নিকট হতে ০১ গ্রাম হেরোইন, ০২ টি মোবাইল সেট (সীমসহ) এবং নগদ ৪০০/- টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইন এর আনুমানিক মূল্য দশ হাজার টাকা।

র‌্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক সংক্রান্ত অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ জামালপুর জেলার সদর থানাধীন বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ এবং নিজেরা মাদক সেবন করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: