শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
এস.এম রফিকুল ইসলাম রফিক, (নেত্রকোণার):
নেত্রকোণার দুর্গাপুরে স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫০ তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির শীতকালীন ক্রীডা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এ ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। আজ (১৮ জানুয়ারি) মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পৌর শহরের এমকেসিএম পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব-উল আহসান।
এ সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দীন, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা,সুসং আদর্শ বিদ্যানিকেতন প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া,উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা সহ অনেকেই উপস্থিত ছিলেন।