রিপোটার্স ক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ
মশিউর রহমান কাউসার, (ময়মনসিংহ):
ময়মনসিংহের গৌরীপুর রিপোটার্স ক্লাবের উদ্যোগে স্থানীয় অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮ জানুয়ারী) দুপুরে গৌরীপুর রেলস্টেশন এলাকায় এ কম্বল বিতরণ করা হয়। এতে অতিথি ছিলেন গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন।
গৌরীপুর রিপোটার্স ক্লাবের আহবায়ক এম.এ মাসুদ, সদস্য সচিব মোঃ সাইদুর রহমান খান আবু সাঈদ ও যুগ্ম আহবায়ক রিয়াজ আহম্মেদের নেতৃত্বে এতে অংশগ্রহন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোতালেব বিন আয়াত, মিথুন আজমী, মহসীন মাহমুদ, পিষুস রায় গণেশ, শহিদুল ইসলাম সোহেল, মোঃ আতাউর রহমান, আলী ভূইয়া রাজু প্রমুখ।