ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের কমিটি গঠন
শেখ সাঈদ আহাম্মেদ সাবাব, (শেরপুর):
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২ ইউপিতে নির্বাচিত চেয়ারম্যানদের নিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন গঠন করা হয়েছে। উপজেলার ১২ ইউপি চেয়ারম্যানদের মতামতের বিত্তিতে কমিটি গঠন করা হয়।
গতকাল (১৭ জানুয়ারি) সোমবার তারাগঞ্জ উত্তর বাজারস্থ এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে বাঘবেড় ইউপি চেয়ারম্যান আব্দুস সবুরকে সভাপতি ও নালিতাবাড়ী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মাস্টারকে সাধারণ সম্পাদক করে আগামী ৫ বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
এছাড়া কমিটির সহ-সভাপতি পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক যোগানিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত নন্নী ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন চৌধুরী, কোষাধ্যক্ষ পদে কাকরকান্দি ইউপি চেয়ারম্যান নিয়ামুল কাউসার, ক্রীড়া সম্পাদক পদে মিজানুর রহমান মিজান, সম্মানিত সদস্য মরিচপুরান ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, রাজনগর ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতা, রূপনারায়নকুড়া ইউপি চেয়ারম্যান মঞ্জুর আল মামুন এবং কলসপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ।
এছাড়া কমিটির উপদেষ্টা করা হয়েছে বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত রামচন্দ্রকুড়া ইউপি চেয়ারম্যান আমান উল্লাহ বাদশাকে।