দারুস সালাম ও শাহআলীতে পৃথক অভিযানে ৪ চাঁদাবাজ গ্রেফতার করেছে র্যাব-৪
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ঢাকা মহানগরীর দারুস সালাম ও শাহআলী থানাধীন এলাকায় পৃথক অভিযানে প্রকাশ্যে চাঁদাবাজি করাকালে ০৪ জন চাঁদাবাজ গ্রেফতার করেছে র্যাব-৪।
এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃঙ্খলা রক্ষার কাজ করে আসছে। সাম্প্রতিককালে ঢাকা জেলাসহ নিকটবর্তী এলাকার বিভিন্ন স্থানে যানবাহনে ছিনতাই ও ডাকাতির ঘটনা সংক্রান্তে কয়েকটি অভিযোগের ভিত্তিতে র্যাব-৪ এর একটি বিশেষ গোয়েন্দা দল ছায়া তদন্তে নামে। তদন্তে চাঞ্চল্যকর কিছু তথ্য বের হয়ে আসে যাতে দেখা যায় যে, এসব এলাকার বিভিন্ন পয়েন্টে কিছু সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র অবস্থান নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে দেশের বিভিন্ন অঞ্চল হতে আসা সাধারণ মানুষের নিকট হতে ছিনতাইয়ের মাধ্যমে টাকা-পয়সা, মোবাইল সেট, ল্যাপটপসহ সংগে থাকা দামি মালামাল ছিনতাই করে নিচ্ছে। মূলত তারা একটি সংঘবদ্ধ দলে কাজ করে। বিভিন্ন বাস/ট্রাক কাউন্টার/সড়কে এ গ্রæপের তাদের এজেন্ট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এ সংঘবদ্ধ চাঁদাবাজ দেরকে আইনের আওতায় আনয়নের লক্ষ্যে র্যাব-৪ এর গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় ১৭/০১/২০২২ তারিখ বেলা ১১.৩০ ও বিকাল ১৫.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর দারুস সালাম ও শাহআলী থানাধীন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে প্রকাশ্যে চাঁদাবাজী করা কালে চাঁদাবাজীর নগদ ৪,৪০৩/- টাকা সহ নি¤েœাক্ত ০৪ জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো মোঃ নাসির শিকদার (৪৮), জেলা- ঝালকাঠি, মোঃ জুলহাস (৩৫), জেলা- শরিয়তপুর, মোঃ সুজন (২৫), জেলা- শরীয়তপুর, মোঃ আকবর (৪০), জেলা- গাজীপুর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা নাম-ঠিকানা প্রকাশ করে। ধৃত আসামীরা আরো জানায় যে, তারা সহ পলাতক অজ্ঞাতনামা আসামীরা উক্ত এলাকার ভ্যান চালক ও সবজী ব্যবসায়ীদের নিকট থেকে নিয়মিতভাবে চাঁদা উত্তোলন করে। ধৃত ও পলাতক অজ্ঞাতনামা আরো ২/৩ জন আসামীরা পরষ্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত উক্ত ঘটনাস্থল হতে বিভিন্ন ভ্যান চালক ও সবজী ব্যবসায়ীদের নিকট থেকে নগদ ১০০/২০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল। চাঁদার টাকা দিতে না চাইলে তারা বিভিন্ন ভ্যান চালক ও সবজী ব্যবসায়ীদের বিভিন্ন ভয়-ভীতি সহ প্রাণনাশের হুমকি সহ ভ্যান চালাতে বাধা প্রদান করা ও উক্ত স্থান হতে দোকান উঠিয়ে দেওয়ার হুমকি প্রদান করার স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এইরুপ সংঘবদ্ধ চাঁদাবাজদের বিরুদ্ধে র্যাব-৪ এর সাঁড়াসি অভিযান অব্যাহত থাকবে।