সরকারের বিরুদ্ধে অপপ্রচারে বিএনপি কত টাকা দিয়েছে প্রকাশ করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
সরকারের বিরুদ্ধে অপপ্রচারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে বিএনপি কত টাকা খরচ করেছে তার হিসাব আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা অংশ নিয়ে শাহরিয়ার আলম এ কথা জানান।
এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।
শাহরিয়ার আলম বলেন, আইনের চোখে দণ্ডপ্রাপ্ত তারেক রহমান এখনো কিভাবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন? ২০১৩ সালে খালেদা জিয়া ওয়াশিংটন টাইমসে একটা কলাম লিখেছিলেন। যা তিনি এখনো অস্বীকার করেন। বর্তমানে সেটার জন্য তিনি ক্ষমা চাইতে পারেন। বিএনপি সরকারের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কত টাকা খরচ করেছে তার হিসাব সরকারের কাছে রয়েছে।
তিনি আরো বলেন, বিএনপি-জামায়াতে ইসলামী গত পাঁচ বছরে কতটি লবিস্ট ফার্মে টাকা দিয়েছে সেগুলোর চুক্তি, টাকা-পয়সার হিসাব আছে। এগুলো প্রকাশ করা হবে। আমাদের কাছে কে, কোন অ্যাকাউন্টে টাকা দিয়েছেন সবকিছুর তথ্য আছে। এগুলোর বিপরীতে তদন্ত করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, ২০১৫ সালে বিএনপির নয়াপল্টনের ঠিকানায় অ্যাকিন গর্ভমেন্ট অ্যাসোসিয়েটের সঙ্গে একটি চুক্তি করা হয়েছে। চুক্তিতে মাসিক ৫০ হাজার ডলার পরিশোধের কথা উল্লেখ রয়েছে। সেটা তিন বছর অব্যাহত ছিল। বছরে আসে প্রায় ২ মিলিয়ন ডলার। আমার কাছে এ ধরনের ১০টি ডকুমেন্ট রয়েছে। এগুলো আমি সংসদে দেবো। তদন্ত করে দেখতে হবে। আমি নির্বাচন কমিশনের কাছে জানতে চাই- প্রতিটি রাজনৈতিক দল কি বছর শেষে তাদের হিসাব-নিকাশ প্রকাশ করে?
তিনি আরো বলেন, বিএনপিকে জিজ্ঞেস করতে হবে এ টাকা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে গেছে কিনা? তা না হলে এতিমের টাকা খেয়ে যে টাকা বিদেশে পাচার করা হয়েছে সে টাকার ব্যবহার এখানে করা হয়েছে কিনা সেই তদন্ত চাই। এটা নির্বাচন কমিশনের কাছেও জানতে চাই।
শাহরিয়ার আলম বলেন, মীরজাফর বিদেশিদের সঙ্গে চক্রান্ত করে এ দেশের সূর্য ডুবিয়ে দিয়েছিল। আবার সেই চক্রান্ত শুরু হয়েছে। নির্বাচন ঘনিয়ে এলে আন্দোলনের ডাক দেওয়া হয়। অবরোধের ডাক দেওয়া হয়। এতে ব্যর্থ হয়ে টাকা-পয়সার খেলা অব্যাহত চলতে থাকে। আবার চক্রান্ত করতে বিদেশিদের কাছে হাত পাতে। এটা বন্ধ হতে হবে চিরতরে। এ চক্রান্তের রাজনীতি বন্ধ করতে হবে। বিএনপি-জামায়াতের বিচার করতে হবে। তারা খালেদা জিয়াকে বলেছে দেশনেত্রী। আমিতো বলবো খালেদা জিয়া হলেন দেশবিরোধী নেত্রী। দেশদ্রোহিতার কারণে পুনরায় তার বিচার করতে হবে।
শাহরিয়ার আলম বলেন, বিএনপির সংসদ সদস্য (হারুনুর রশিদ) কোরআন শরীফের উদ্ধৃতি দিয়ে বলেছেন, জানা সত্ত্বেও মিথ্যাকে গোপন করিও না। এ বক্তব্যটি তিনি তার রাজনৈতিক জীবনের প্রতি মুহূর্তে প্রতিপালন করছেন কিনা জানতে ইচ্ছে করে। মুসলামান হিসেবে তিনি যদি দাবি করে থাকেন তবে সেই মিথ্যাগুলো তারা যেন গোপন না করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, বিএনপি বলে বিএনপি স্থানীয় সরকার নির্বাচন বর্জন করেছে। আসলে আমি তো দেখেছি রাজশাহীতে তাদের দলের সব জায়গায় প্রার্থী ছিল এবং তাদের দলের একজন প্রার্থী বিজয়ী হয়েছে। তারা যদি নির্বাচন বর্জন করে থাকে তাহলে তিনি (হারুন) কাদের প্রার্থী? তিনি (হারুন) কি দল পাল্টিয়েছেন?
জাতীয়তাবাদী রাজনৈতিক দল থেকে তিনি কি নতুন কোন রাজনৈতিক দলের সূচনা করেছেন? এ নির্বাচন নিয়ে রাজশাহীর জনগণ ও তার (হারুন) কোনো অভিযোগ আছে কি? তাকে আমি বলার অনুরোধ করব।