ঢাকা রেঞ্জের পক্ষ থেকে নব নির্বাচিত মেয়র আইভীকে শুভেচ্ছা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ডা. সেলিনা হায়াৎ আইভী টানা তৃতীয় বারের মতো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন। নি:সন্দেহে এ এক অনন্য অর্জন। তিনি বাংলাদেশের প্রথম নারী সিটি কর্পোরেশনের মেয়র এবং সাবেক নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নারী চেয়ারম্যান ছিলেন।
ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি আন্দোলন সংগ্রামের সাংগঠনিক কাজ কিংবা রাজপথে, নারীদের ছিলো সক্রিয় অংশগ্রহণ।
স্বাধীনতার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের উন্নয়ন এজেন্ডার কেন্দ্রবিন্দুতে নারীদের বসিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ বিনির্মানে অন্যান্য নেতৃত্বের মতো নতুন নির্বাচিত নারায়ণগঞ্জের মেয়র কার্যকর ভূমিকা রাখবেন।
ঢাকা রেঞ্জ এর পক্ষ থেকে নব নির্বাচিত মেয়রের প্রতি রইলো শুভেচ্ছা ও অভিনন্দন।