শিরোনাম

South east bank ad

স্ট্যান্ডার্ড ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির নতুন চেযারম্যান গোলাম হাফিজ আহমেদ

 প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

গোলাম হাফিজ আহমেদ স্ট্যান্ডার্ড ব্যাংকের স্বতন্ত্র পরিচালক এবং একই সাথে অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। হাফিজ ১৯৮২ সালে চার্টার্ড ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। সুদীর্ঘ ৩৪ বছরের বর্ণাঢ্য ব্যাংকিং ক্যারিয়ারে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড, পূবালী ব্যাংক, ব্যাংক ইন্দো সুয়েজ, ঢাকা ব্যাংক এবং এনসিসি ব্যাংকে দক্ষতা ও সুনামের সাথে বিভিন্ন গুরুত্বপূর্র্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে অবসর গ্রহণের পর ২০১৮ সালে হাফিজ ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে নির্বাহী পরিচালক হিসেবে যোগদান করে ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন।

দীর্ঘ ব্যাংকিং কর্মজীবনে ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনকালে তিনি প্রাতিষ্ঠানিক পুনর্গঠন ও উন্নয়নে অসাধারণ দক্ষতার স্বাক্ষর রেখেছেন।

দেশ-বিদেশে অসংখ্য প্রশিক্ষণ কোর্স, সেমিনার এবং কর্মশালায় অংশগ্রহণের পাশাপাশি হাফিজ ফ্রান্সের বিখ্যাত বিজনেস স্কুল “ইনসিড” থেকে ব্যাংকিং-এ ভ্যালু ক্রিয়েশন বিষয়ক লিডারশিপ কোর্স সম্পন্ন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর অর্জন করেন।স্ট্যান্ডার্ড ব্যাংকে যোগদানের আগে তিনি বাংলাদেশ ফাইন্যান্স-এ বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: