সাভার থেকে অটোরিক্সা ছিনতাইকারী সংঘবদ্ধ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব-৪
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ঢাকা জেলার সাভার মডেল থানাধীন এলাকা হতে অটোরিক্সা ছিনতাইকারী সংঘবদ্ধ ০৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-৪ঃ অটোরিক্সা উদ্ধার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
গত ১২ জানুয়ারী ২০২২ তারিখ র্যাব-৪ এর কাছে একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। উক্ত অভিযোগের প্রেক্ষিতে সোর্স এবং র্যাবের গোয়েন্দা দলের গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, ঢাকা জেলার সাভার থানাধীন পূর্ব রাজাসন বিরুলিয়া রোর্ডস্থ এলাকায় কিছু সংঘবদ্ধ ছিনতাইকারী ছিনতাই করার উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ১৫ জানুয়ারী ২০২২ তারিখ র্যাব-৪ এর একটি অভিযানিক দল সাভার মডেল থানাধীন পূর্ব রাজাসন বিরুলিয়া রোর্ডস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারীদের কাছ থেকে উদ্ধার করা হয় ০১ টি অটোরিক্সা, ০৪ টি মোবাইল এবং নগদ ৭০০/- টাকাসহ নিম্নোক্ত ০৪ জন সংঘবদ্ধ ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হল, মোঃ পারভেজ শেখ (২৮), জেলা-নড়াইল, আল-আমিন (২২), জেলা-রংপুর, মোঃ আজাহার আলী (৪৩), জেলা-জয়পুরহাট, মোঃ মাহতাব (৪২), জেলা-ফরিদপুর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা আন্তঃ জেলা ছিনতাই এর ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করে। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা সংঘবদ্ধ ছিনতাইকারী আন্তঃ জেলা ছিনতাই চক্রের সাথেও জড়িত। এই চক্রটি যাত্রীর ছদ্মবেশে রিক্সা ভাড়া করে নীরব স্থানে গিয়ে অচেতন নাশক ঔষধ দিয়ে অচেতন করে ছিনতাই এর কাজ করতো। অনেক সময় এই ছিনতাইকারী চক্রটি গাড়ীর মালিকের মোবাইল নম্বর সংগ্রহ করে গাড়ী ফেরত দেওয়ার কথা বলে বিকাশে টাকা দাবী করতো। ছিনতাইকারী চক্রটি আন্তঃ জেলা অটো/অটোরিক্স/সিএনজি চালকসহ সাধারন জনগনের জন্য আতংকের কারণ। তাদের নৃশংসতার জন্য অনেক সময় প্রানহানির মতো ঘটনাও ঘটেছে। ধৃত দুর্র্ধষ চক্রটি দীর্ঘদিন যাবত ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুরসহ ঢাকার নিকটবর্তী বিভিন্ন স্থানে গিয়ে অটো/অটোরিক্সা/সিএনজি/প্রাইভেটকার ছিনতাই করে আসছিলো। অধিকাংশ সময় এই দুর্ধষ চক্রটি ধারালো অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে সাধারন ও নিরীহ পথচারীদের আটক করে টাকা পয়সাসহ বিভিন্ন ধরনের মালামাল ছিনতাই করে আসছিলো বলো জানা যায়।
উপরোক্ত বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরূপ সংঘবদ্ধ ছিনতাইকারী দলের বিরুদ্ধে র্যাব-৪ এর জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।