যশোর ট্রাকের চাপায় প্রতিবন্ধী নিহত
গোলাম মোস্তফা মুন্না, (যশোর) :
যশোরের বসুন্দিয়ায় বালুবাহী ডাম্প ট্রাকের চাপায় প্রতিবন্ধী ভ্যান চালকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে বসুন্দিয়ার শিল্প এলাকার নারিশ লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফ (২৬) যমোরের কচুয়া ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের আবু বক্কার মোড়লের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার বিকেল ৩টার দিকে শারীরিক প্রতিবন্ধী শরিফ দুইজন যাত্রী নিয়ে পদ্মবিলায় যাওয়ার সময় বসুন্দিয়ার ঘুনি রাস্তা সংলগ্ন নারিশ লি. সামনে পৌছুলে নাম্বারবিহীন বালুবাহী ডাম্প ট্রাক তার পিছন থেকে চাপা দেয়। ঘটনাস্থলে শরিফের মৃত্যু হয়।
সংবাদ পেয়ে অভয়নগর হাইওয়ে থানার পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।