মেলান্দহে ঐতিহ্যবাহী হাডুডু খেলা
শামীম আলম, (জামালপুর):
জামালপুরের মেলান্দহ উপজেলা ইউনিয়নে পূর্ব হামলা গ্রামে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা- ডু- ডু ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে।
আজ (১৪ জানুয়ারি) শুক্রবার বিকেলে মেলান্দহ উপজেলার দুরমুঠ পূর্ব হামলা গ্রামে ঐতিহ্যবাহী হা- ডু- ডু খেলার আয়োজন করা হয়।
জাতীয় মৎস্যজীবী সাধারণ সম্পাদক আলহাজ্ব মীর সামছুল আলম লিপটনের সভাপতিত্বে প্রাধান অতিথি উপস্থিত ছিলেন,দুরমুঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামান (জুবেরী), তোজাম্মেল হক প্রমুখ।
পূর্ব হামলা গ্রাম বনাম পচাবহুলা গ্রামের মধ্য এই খেলা অনুষ্ঠিত হয়। এদের মধ্য বিজয়ী হয় পচাবহুলা। খেলা শেষে বিজয়ীদের মাঝে একটি ফ্রিজ পুরস্কার বিতরণ করা হয়।