শিরোনাম

South east bank ad

পঞ্চগড়ের গাঁজা গাছ উদ্ধার

 প্রকাশ: ১২ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়):

উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের বোদা উপজেলায় এক আবাদী জমিতে গাঁজা চাষ করার দায়ে এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে বোদা থানা পুলিশ। অপরদিকে এ ঘটনায় পুলিশ গাঁজা গাছ জব্দ করলেও অভিযুক্ত মাদক ব্যবসায়ী আসামী রমজান আলী (৩৮) পলাতক রয়েছে।

পলাতক মাদক ব্যবসায়ী রমজান আলী একই ইউনিয়নের কাচাখৈ আমতলা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি কাচাখৈ আমতলা গ্রামের রমজান তার বাড়ির পাশে থাকা আবাদী জমিতে গাঁজা চাষ করছে। খবর পাওয়ার পর সোমবার দিনগত গভীর রাতে অভিযান পরিচালনা কালে রমজানের বাড়ীর উত্তর ভিটার রান্না ঘর সংলগ্ন উত্তর পূর্ব কোণে আবাদী জমির ভিতরে একটি পাতাসহ তাজা গাঁজার গাছ জব্দ করা হয়। মাদক ব্যবসায়ী রমজান পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে।

গতকাল মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী গাঁজা গাছ জব্দসহ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, পলাতক আসামী রমজান অবৈধ মাদকদ্রব্য গাঁজার গাছ বিক্রির উদ্দেশ্যে চাষাবাদ করছিল, যা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ১৮(ক) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামী রমজানকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: