গাবতলীতে নৌকার দুই প্রার্থীসহ জামানত খোয়ালেন ৩৩ জন
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
বগুড়ার গাবতলী উপজেলায় নয় ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের দুই প্রার্থীসহ ৩৩ জন চেয়ারম্যান প্রার্থী জামানত হারিয়েছেন। প্রদত্ত ভোটের আটভাগের একভাগ ভোট কম পাওয়ায় তারা জামানত হারান।
পঞ্চম ধাপে গত (৫ জানুয়ারি) গাবতলী উপজেলায় ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫৯জন প্রার্থী অংশগ্রহণ করেন।
জামানত হারানো নৌকার দুই প্রার্থী হলেন, কাগইল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত একমাত্র নারী প্রার্থী দিল আফরুজা লাবনী (প্রাপ্ত ভোট ৪১৯) ও মহিষাবান ইউনিয়নে জাকিউল হাসান শাপলা (১৫৪১)।
এছাড়াও জামানত হারানো অন্যান্য প্রার্থীরা হলেন, গাবতলী সদর ইউনিয়নে নজরুল ইসলাম খান (৩০) শহীদুল ইসলাম (১২২), দুর্গাহাটা ইউনিয়নে আব্দুল হান্নান (৫৩৭), নজরুল ইসলাম (৬৬), মাহমুদুল হাসান (৫৮৮), বালিয়াদীঘি ইউনিয়নে জাহিদ হাসান (৩৬), আব্দুল মতিন (৮), খাদেমুল ইসলাম সবুজ (১৫), শফিকুল ইসলাম ভূধন (৯), শাহীন ফেরদৌস (১৯), হাবিবুর রহমান (৮), নাড়ুয়ামালা ইউনিয়নে মোস্তাফিজার রহমান রঞ্জু (১৩৩৪), আমিনুর ইসলাম (৪৯৫)।
রামেশ্বরপুর ইউনিয়নে রফিকুল ইসলাম (১৫২), সামছুজ্জোহা তালুকদার শামীম (৮০৭), মহিষাবান ইউনিয়নে আরিফুল ইসলাম (৯), আশিকুল ইসলাম (২৪), ইউনুছ আলী চশমা (৬৬৫), নুরুল ইসলাম মন্ডল (২২), মতিজার আলী মতিউর (২০০), শফিউল আলম (৩৭)।
নশিপুর ইউনিয়নে মর্জিনা খাতুন (৩০), আব্বাস আলী প্রমানিক (৪৭), ছাইদুল ইসলাম (২০৪), অ্যাড. ছানাউল্লাহ (৩৮১), জিয়াউর রহমান (১৩৬০)।
কাগইল ইউনিয়নে আব্দুর রহমান মন্ডল (১২৬৩), মোর্শেদ আল আমিন লেমন (১৬৬৫), দক্ষিণপাড়া ইউনিয়নে জাকের পাটির প্রার্থী আবু তালেব (৮১), গোলাম মোস্তফা (৪৭), মিজানুর রহমান সরকার (৩০)।