শিরোনাম

South east bank ad

সড়ক দুর্ঘটনায় প্রান গেলো স্কুল ছাত্রের

 প্রকাশ: ১০ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ রাজু খান, (ঝালকাঠি):

ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রলীগের স্কুল বিষয়ক সম্পাদক মোহাম্মদ মইন হাওলাদার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল (০৯ জানুয়ারি) রোববার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।

নিহত মইন রাজাপুর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সবুর হাওলাদারের একমাত্র ছেলে। সে রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এবছর জিপিএ ৪.৫০ পেয়ে এসএসসি পরীক্ষায় উর্তীর্ণ হয়েছে।

গত ৭ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা সারে ৭ টায় বরিশাল পিরোজপুর আঞ্চলিক সড়কের রাজাপুর বিশ্বাস বাড়ি নামক স্থানে বিপরীতমুখী টমটমের সাথে মইনের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মইন গুরুতর আহত হয়।

স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতী হলে, রাতেই তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: