শিরোনাম

South east bank ad

রাজঘাট ব্রাীজের ভিত্তি প্রস্থর স্থাপন করলেন মোসলেম উদ্দিন এমপি

 প্রকাশ: ১০ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর (রাজঘাট বাজার) বাজুয়া নদীর উপর ব্রীজের ভিত্তি প্রস্থর করা হয়েছে। গতকাল রবিবার (০৯ জানুয়ারি) বিকালে ব্রীজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাড. মোসলেম উদ্দিন এমপি। চার কোটি ৮২ লাখ ১৩ হাজার ৩২২ টাকা ব্যয়ে ব্রীজটি স্থানীয় সরকার অধিদপ্তর বাস্তবায়ন করছে।

এ সময় ফুলবাড়িয়া পৌর মেয়র গোলাম কিবরিয়া, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো: মাহবুব মুর্শেদ, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ নেতা এডঃ ইমদাদুল হক সেলিম, এনায়েতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বুলবুল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মো: হারুন অর রশিদ প্রমুখ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

ভিত্তি প্রস্থর স্থাপন শেষে পথসভার বক্তব্যে অ্যাড. মোসলেম উদ্দিন এমপি বলেন, নির্বাচনী ইশতেহার মোতাবেক এ মেয়াদ শেষ হওয়ার আগেই আমি আমার ওয়াদা পূরণ করতে সক্ষম হয়েছি। এ ব্রীজটির কাজ শেষ হলে আমার উপজেলার যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব সাফল্য অর্জন হবে। তিনি বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা তরুন ও যুবক নেতৃত্ব দিচ্ছেন তারা সিনিয়র ও পুরাতন নেতাদের শ্রদ্ধা ও মূল্যায়ন করবেন। ফলে দলটি সুসংগঠিত থাকবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: