৪৬০ শয্যার হার্ট, কিডনি ও ক্যান্সার ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
মো. নজরুল ইসলাম, (ময়মনসসিংহ):
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল (০৯ জানুয়ারি) রবিবার সকালে ময়মনসিংহসহ দেশের ৮টি বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬০ শয্যা বিশিষ্ট হার্ট, কিডনি ও ক্যান্সার চিকিৎসার সমন্বিত ইউনিট স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
ময়মনসিংহের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৪৬০ শষ্যা বিশিষ্ট ক্যান্সার কিডনি ও হৃদরোগ ইউনিট এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের সাহায্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানের ভার্চুয়ালি অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
জেলা প্রশাসক মোঃ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামূল হক টিটু, বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি ব্যারিস্ট্রার মোঃ হারুন অর রশিদ, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল গোলাম কিবরিয়া, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, গণপূর্ত অধিদপ্তর ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম কামরুজ্জামান, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ চিত্তরঞ্জন দেবনাথ, সিভিল সার্জন মোঃ নজরুল ইসলাম সহ বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গণপূর্ত অধিদপ্তর ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম কামরুজ্জামান জানান, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ গেইটে প্রবেশমূখের বামপাশে প্রায় ৯০ কোটি টাকা ব্যয়ে দুতলা বেজমেন্টসহ ১৭ তলা ভবনের নির্মাণ কাজ আগামী ২০২৩ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। বর্তমানে ভবনের পাইলিংকাজ চলমান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকার স্বাস্থ্যসেবায় ডিজিটাল চিকিৎসা সেবা অন্তর্ভূক্ত করেছে। উপজেলা হাসপাতালগুলোতে ওয়েব ক্যামেরা দেয়া হয়েছে এবং বিশেষায়িত হাসপাতালগুলোর চিকিৎসকের পরামর্শ যাতে নেয় যায় সে ব্যবস্থাও করা হয়েছে। রেফারেল পদ্ধতির এবং টেলি মেডিসিন সুবিধা পাচ্ছে মানুষ। এই চিকিৎসা পদ্ধতিকে আরো ডিজিটালাইজড করার পদক্ষেপ হাতে নেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বিভাগীয় ও জেলা পর্যায়ে হার্ট, কিডনী, ক্যান্সার রোগীদের চিকিৎসা সম্প্রসারণের প্রতিশ্রুতি এই সরকারে নির্বাচনী ইশতেহার ২০১৮-তে উল্লেখ ছিল। বর্তমান আওয়ামী লীগ সরকার সে প্রতিশ্রুতি পালন করছে।