দুর্গাপুরে শিক্ষার্থীদের মাঝে করোনা টিকাদান শুরু
এস.এম রফিকুল ইসলাম রফিক, (নেত্রকোনা):
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নেত্রকোনার দুর্গাপুরে ১২ থেকে ১৮ বছরের নিচে শিক্ষার্থীদের মাঝে ফাইজারের টিকাদান কর্মসুচি উদ্বোধন করা হয়েছে। আজ (০৯ জানুয়ারি) রোববার দুপুরে উপজেলা সরকারি হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম রেজওয়ানুল কবীর, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ তানজিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, ধনেশ পত্রনবীশ প্রমুখ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক তত্বাবধানে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় প্রথমদিনে ৫শত ৫০ জন শিক্ষার্থীকে ভ্যাকসিন প্রদান করা হয়।