শিরোনাম

South east bank ad

প্রাণীটির দায়িত্ব কে নিবে?

 প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এইচ কবীর টিটো, (গফরগাঁও):

আদিমকাল থেকে প্রতিটি যুগের ঘোড়ার জীবাশ্ম পাওয়া গিয়েছে বলে ঘোড়ার বিবর্তনের ক্রমপর্যায় সম্পূর্ণ ভাবে বোঝা সম্ভব হয়েছে। প্রায় ৫ কোটি বছর আগে ইওসিন যুগে আবির্ভূত ঘোড়ার পূর্বপুরুষ ইওহিপ্পাসের জীবাশ্ম উত্তর-পশ্চিম আমেরিকায় পাওয়া গেছে। ৪০০০ খ্রিষ্টপূর্বাব্দ নাগাদ মানুষ,ঘোড়াকে ঘরে পোষা শুরু করে,এবং তাদের পোষ মানান ৩০০০ খ্রিষ্টপূর্বাব্দে বহুলভাবে শুরু হয়েছিল বলে ধারণা করা হয়।

গফরগাঁও পৌর শহরে গো-হাটা, হাসপাতাল এলাকায় ও আদর্শ শিশু নিকেতনের মাঠে একটি ঘোড়া গত ৪মাস যাবৎ এখানে সেখানে ভাংগা পা নিয়ে ঘুরে বেড়াচ্ছে।কখনও শিশুরা খেলার ছলে পেটাচ্ছে আবার বড়রাও পিছিয়ে নেই।

একটু খাবারের জন্য ঘোড়াটি এখানে সেখানে ঘুরে ফিরছে। এক সময় শরিরে তেজ গতি ছিলো বলে তার খাবারের অভাব হতো না।ঘোড়াটির মালিক প্রতিদিন অর্থ ইনকাম করেছে।আজ ঘোড়াটি অসুস্থ হওয়ার কারণে প্রাণীটির চিকিৎসা সেবা না দিয়ে রাতের অন্ধকারে রাস্তায় ফেলে রেখে গেছে। এই প্রাণীটির মালিকের বাড়ি গফরগাঁও সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামে বলে লোকজন জানায়।

স্থানীয় পশুসম্পদ কর্মকর্তার ডাঃ আরিফ কে প্রাণীটির চিকিৎসা বা সংরক্ষণের জন্য জানানো হলে তিনি বলেন,এটা আমাদের আওতায় পড়ে না,
উপজেলা প্রশাসনকে জানাতে বলেন।তিনি আরো বলেন,ইউএনও কিংবা ডিসি বললে হয়তো কোন ব্যবস্থা করা যাবে।

বিষয়টি এমন হয়েছে যে,ডাক্তার আসিবার পূর্বে রোগী টি মারা গেলো?

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা রোধে বহু প্রতীক্ষিত প্রাণী কল্যাণ বিল-২০১৯। ১৯২০ সালের আইনটি বাতিল করে নতুন আইন পাশ হয়েছে । বিলে বলা হয়েছে, মালিকবিহীন বা বেওয়ারিশ কোন প্রাণীকে হত্যা করলে ১০ হাজার টাকা জরিমানা অথবা ছয় মাসের জেল হবে।

পাশাপাশি কুকুরকে চলাফেরার সুযোগ না দিয়ে ২৪ ঘণ্টা বেঁধে রাখলেও তা নিষ্ঠুরতা হিসেবে গণ্য হবে এবং একই শাস্তি হবে। যেখানে ১৯২০ সালের আইনে প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের জন্য আইনের শাস্তি ছিলো খুবই নগণ্য।

দায়িত্বরত উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এই প্রাণীটির চিকিৎসার তড়িৎ ব্যবস্থা না করে উর্ধতন কর্মকর্তাকে সেবা পেতে উপরে জানাতে বলেছেন, বিষয়টি নিষ্ঠুরতম ও অযুক্তিক বলে অভিজ্ঞজনরা মনে করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: