শিরোনাম

South east bank ad

শেরপুরে মাসব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

 প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সাঈদ আহাম্মেদ সাবাব, (শেরপুর):

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মাসব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২২ এর উদ্বোধন হয়েছে। গতকাল (৮ জানুয়ারি) শনিবার সন্ধ্যায় শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে ওই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

পরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় হুইপ আতিক মেলায় আগত উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, আপনাদের মতো তরুণ উদ্যোক্তাদের নিজেদের প্রস্তুত করতে হবে আগামী দিনের জন্য। আপনারাই দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আর প্রজন্মের পর প্রজন্ম যেন এ ধারা অব্যাহত থাকে। একটা কথা মনে রাখতে হবে আমাদের স্বাধীনতা অর্জনের পেছনে আপনাদের মতো তরুণের শক্তি, উদ্যোগ ও উদ্যম কাজ করেছে। আপনাদের সাথে আমরা সব সময় আছি। আপনাদের এগিয়ে নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা থাকবে।

জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান রওশন ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি। স্বাগত বক্তব্য রাখেন জেলা বিসিকের উপব্যবস্থাপক বিজয় কুমার দত্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষিকা করুণা দাস কারুয়া।

এছাড়াও ওইসময় অন্যান্যের মধ্যে শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বেলুন ও শ্বেত কপোত উড়িয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি হুইপ আতিক। পরে তিনিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলার স্টল ঘুরে ঘুরে দেখেন। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: