বাহুবলে ঋণের যন্ত্রণা সইতে না পেরে বিষপানে আত্মহত্যা
নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ):
হবিগঞ্জের বাহুবলে ঋণের যন্ত্রণা সইতে না পেরে মাজু মিয়া(৪৫) নামের এক ইউপি সদস্য বিষপানে আত্মহত্যার খবর পাওয়াগেছে। মাজু মিয়া উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ।
গতকাল শনিবার( ৮ জানুয়ারি সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত বৃহস্পতিবার ৬ জানুয়ারি রাত প্রায় ১১ টার দিকে উপজেলার আশাতলা গ্রামে সকলের অগোচরে বিষপান করেন তিনি ।
পরে বিষাক্রান্ত হয়ে চটপট করলে স্বজনরা উদ্ধার করে প্রথমে বাহুবল পরে আশঙ্কাজনক সিলেট নিয়েগেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান । স্থানীয় সূত্রে জানা যায়, মেম্বার মাজু মিয়া দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত হয়ে মানুষিক সমস্যায় ভুগছিলেন।
ঋণের যন্ত্রণা সইতে না পেরে অবশেষে বিষপান করে মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিহত মাজু মিয়া আশাতলা গ্রামের মৃত মোঃ চান মিয়ার ছেলে। মেম্বার মোঃ মাজু মিয়ার মৃত্যুতে ইউপি চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত নারী সদস্য সহ বিভিন্ন জনপ্রতিনিধি শোক প্রকাশ করেছেন।