শিরোনাম

South east bank ad

বৃদ্ধ মা ও ছোট্ট শিশু টি সোহাগের বেঁচে থাকার উপর চেয়ে আছে

 প্রকাশ: ০৮ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এইচ কবীর টিটো, (ময়মনসিংহ):

ময়মনসিংহের গফরগাঁওয়ের মাইজবাড়ী গ্রামের অটোরিকশা চালক সোহাগ মৃধা (২৫)গলায় ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। সদা হাস্যজ্জ্বল সোহাগ মৃধা ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিন মৃধার ছেলে।

জানা যায়, প্রায় দু'মাস আগে তার গলায় ক্যান্সারের জীবাণু শনাক্ত করে চিকিৎসক। বর্তমানে সে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক( প্রাক্তন)ও অধ্যাপক ডাঃশেখ গোলাম মোস্তফা এর তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করছেন। চিকিৎসক বলেছেন, সোহাগ মৃধাকে সুস্থ করতে প্রায় ২ থেকে ৩ লাখ টাকা খরচ হবে। কিন্তু হত-দরিদ্র সোহাগ মৃধার পক্ষে এত টাকা যোগাড় করা অসম্ভব।

সোহাগ মৃধা জানান,পিতৃহীন সোহাগ মৃধা ভাড়ায় চালিত অটোরিকশা চালিয়ে বৃদ্ধ মা ও পাঁচ বছর বয়সী কণ্যা সন্তানকে নিয়ে দিনযাপন করছিলেন।মা-ছোট্ট শিশুটি সোহাগের বেঁচে থাকার উপর চেয়ে আছে।তাদের বসুন্ধরায় বেঁচে থাকতে হলে সোহাগের বড় বেশি প্রয়োজন।তিনিই এই পরিবারের একমাত্র ভরসা ।

কিন্তু হঠাৎই গলায় ক্যান্সার ধরা পড়ে। রোগ শনাক্ত ও প্রাথমিক চিকিৎসার খরচ যোগাড় করতে করতে এখন তিনি ঋণগ্রস্ত। প্রথম দিকে প্রতিবেশীদের সহায়তায় সংসার চললেও এখন তার পরিবার অনাহারে অর্ধাহারে মানবিক জীবনযাপন করছেন বলেও তিনি জানান।

এদিকে সংসারের একমাত্র উপার্জনক্ষম সোহাগ মৃধার দুরারোগ্য ব্যাধিতে পাগল প্রায় তার মা, স্ত্রী-সন্তানসহ স্বজনরা। রোগ যন্ত্রণায় কাতর সোহাগ মৃধা তার চিকিৎসার টাকা যোগাড় করার জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। তার বিকাশ নম্বর
০১৭১৭-৭৩০৫৭২(বিকাশ+নগদ)।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: