ময়মনসিংহে ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাগণের মানববন্ধন
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাগণের উন্নীত বেতন স্কেলের স্থগিতাদেশ প্রত্যাহারপূর্বক জিও জারীর তারিখ থেকে বেতন ভাতা পরিশোধ এবং নিয়োগ ও পদোন্নতি প্রদানের দাবিতে মানববন্ধন হয়েছে।
সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ ভূমি কল্যাণ সমিতি ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমি কল্যাণ সমিতি ময়মনসিংহ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল আমিন, সাধারণ সম্পাদক ইকতিয়ার উদ্দিন ভূইয়া এবং বিভাগীয় সম্পাদক ফিরোজ কবিরসহ অন্যরা।
পরে জেলা প্রশাসক মোহাম্মদ এনামূল হকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।