শিরোনাম

South east bank ad

যশোরে জুট মিলস্ লিমিটেডে অগ্নিকান্ড

 প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

গোলাম মোস্তফা মুন্না, (যশোর):

যশোরের ঝিকরগাছায় আলিনা জুট মিলস্ লিমিটেডে অগ্নিকান্ডে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। এসময় শ্রমিক, ম্যাকানিক ও ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা যায়, মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে ঝিকরগাছার সাগরপুর গ্রামের আলিনা জুট মিলস্ লিমিটেডের ২ নম্বর ইউনিটে একটি মোটর ব্লাস্ট হয়ে যাওয়ার কারণে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে মিলে আগুন ছড়িয়ে পড়ে। এসময় মিলের মধ্যে গ্যাস ও পানি দিয়ে শ্রমিক ও ম্যাকানিকরা আগুন নিভানোর সর্বোচ্চ চেষ্টা করে।

কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিসের ঝিকরগাছার দুটি ইউনিট ও যশোরের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে মিলের আনুমানিক ৪০ টন হ্যাসিয়ান ক্লাথ, ১৫ ম্যাশিনসহ ইউনিটের প্রায় সব জিনিষপত্র পুড়ে ছাই হয়েছে। শ্রমিকরা কিছু হ্যাসিয়ান ক্লাথ উদ্ধার করে। আগ্নিকান্ডে মিলের প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

মিলের ফ্লোর সুপারভাইজার জয়নাব আক্তার নীলা জানান, “সকালে মিলের একটি মটর ব্লাস্ট হয়ে আগুন ধরে যায়। ১/২ মিনিটের মধ্যে মিলের আগুন ছড়িয়ে পড়ে। তখন শ্রমিকরা দিকবিদিক দৌড়াদৌড়ি করতে থাকে। কিছু শ্রমিক ও ম্যাকানিক মিলের মধ্রে গ্যাস ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ চেষ্টা করে। কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে পাশের খাল থেকে পানি তুলে প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।”

মিলের ব্যবস্থাপক মাহাফুজুল ইসলাম জানান, “অগ্নিকাগ্নে মিলের অনেক ক্ষতি হয়েছে। আনুমানিক ৪০ টন হ্যাসিয়ান ক্লাথ, ১৫টি ম্যাশিনসহ ইউনিটের প্রায় সব জিনিষপত্র পুড়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা।”

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: