প্রধানমন্ত্রীর উপহার ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
মোঃ মাসুদ রানা, (পঞ্চগড়):
পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীর শ্রেষ্ঠ সন্তান অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ‘বীর নিবাস’ ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলার বীর মুক্তিযোদ্ধা শহীদ সৈয়দ আলীর স্ত্রী মরিয়ম খাতুনের ‘বীর নিবাস’ ডিজাইনের ছবি সম্বলিত কাগজ হাতে তুলে দিয়ে ফলক উম্মোচনের মাধ্যমে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপনের শুভ উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অ: দা:) মুহাম্মদ আব্দুল মমিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম , শহীদ সৈয়দ আলীর জামাতা বীর মুক্তিযোদ্ধা জাহেদুর রহমান উপস্থিত ছিলেন।
এসময় সংক্ষিপ্ত এক আলোচনা সভায় সংসদ সদস্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী তথা মুজিববর্ষ এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের জন্য আটোয়ারী উপজেলায় ১২ টি বীর নিবাস নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ‘বীর নিবাস’ ঘরে ব্যয় হবে ১৩,৪৩,৬১৮/-টাকা করে।