দূর্গাপুরে ছাত্র ইউনিয়নের ২১তম সম্মেলনের সভাপতি মাসুদ, সম্পাদক দ্বীন ইসলাম
এস.এম রফিকুল ইসলাম রফিক, (নেত্রকোনা):
‘‘বন্ধু মিছিলে এসো ধরো স্লোগান-রুখো সন্ত্রাস, শিক্ষা বানিজ্য, সাম্প্রদায়িক আগ্রাসন’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ২১তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে রোববার রাতে কাউন্সিলের মাধ্যমে কমিটি ঘোষনা করা হয়।
এ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা কমরেড মনি সিংহ স্মৃতি জাদুঘর মিলনায়তনে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদ এর সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য, বিশিষ্ট সমাজসেবক কমরেড ডা. দিবালোক সিংহ। উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, নেত্রকোনা জেলা সিপিবি‘র সাধারণ সম্পাদক কমরেড নলিনী কান্ত সরকার, উপজেলা সিপিবির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর, নেত্রকোনা জেলা ছাত্র ইউনিয়নের সাধারন সম্পাদক তানভীর মোকাম্মেল প্রমুখ।
পরিশেষে মাসুদ রানা’কে সভাপতি, দ্বীন ইসলাম’কে সাধারণ সম্পাদক ও কবিরুল ইসলাম’কে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ২১ সদস্য বিশিষ্ট উপজেলা সংসদ ঘোষণা করা হয়।