শিরোনাম

South east bank ad

ঠাকুরগাঁওয়ে দুই বস্তা গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

 প্রকাশ: ০২ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

ফরিদুল ইসলাম রঞ্জু, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই বস্তা গাঁজা ও নগদ টাকা সহ আইরীন বেগম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। রবিবার দুপুরে পৌর শহরের গুয়াগাও মহল্লায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার স্বামী সোহেল রানা পালিয়ে যায়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোহেল রানার বাড়িতে আভিযান চালানো হয়। এ সময় সোহেলের শয়ন ঘরের খাটের নিচে লুকিয়ে রাখা দুই বস্তা গাঁজা উদ্ধার করা হয় এবং গাঁজা বিক্রির নগদ ১ লাখ ৩১ হাজার ৩৭০ টাকা জব্দ করা হয়। জব্দ করা দুই বস্তা গাঁজা সহকারি কমিশনার(ভুমি) কার্যালয়ে ওজন করা হয়। এর ওজন দাড়ায় সাড়ে ২৫ কেজি। যার মুল্য পৌনে ১৩ লাখ টাকা।

আটক আইরীন ও তার স্বামীর বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, বিপুল পরিমান গাঁজা ও গাঁজা বিক্রির টাকা সহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় মামলা দায়ের করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: