শিরোনাম

South east bank ad

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ৪টি বিনিয়োগ প্রকল্পের উদ্বোধন

 প্রকাশ: ০২ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে, আরো বড় পরিসরে গ্রাহকদের উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে এবং উদ্যমী উদ্যোক্তাদের জীবনের গল্প বদলে দিতে নতুন বছর-২০২২ এর শুরুতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: এর ৪টি বিনিয়োগ প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।

বিনিয়োগ প্রকল্পগুলো হলো-স্টার্ট-আপ উদ্যোক্তা বিনিয়োগ প্রকল্প ‘এফএসআইবিএল প্রচেষ্টা’, নারী উদ্যোক্তা বিনিয়োগ প্রকল্প ‘এফএসআইবিএল স্বাবলম্বী’, কুটির, মাইক্রো ও ক্ষুদ্র বিনিয়োগ প্রকল্প ‘এফএসআইবিএল উদ্যমী’ এবং কৃষি ও পল্লী বিনিয়োগ প্রকল্প ‘এফএসআইবিএল সোনালী স্বপ্ন’।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী এই নতুন বিনিয়োগ প্রকল্পের উদ্বোধন করেন। এসময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় আবদুল আজিজ ও মো. মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় মো. জহুরুল হক ও মো. মাসুদুর রহমান শাহ, ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ, ঢাকার আঞ্চলিক প্রধানদ্বয়, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: