শিরোনাম

South east bank ad

সংলাপ সফল হবে নাকি ব্যর্থ, যা বললেন আইনমন্ত্রী

 প্রকাশ: ০২ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপে বিএনপির আসা-না আসা তাদের বিষয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘বিএনপির উচিত নিজেদের যা কিছু বলার তা সংলাপে অংশ নিয়ে বলা। তাহলে তাদের যেসব প্রশ্ন আছে সেগুলোর উত্তর পাবে তারা। যা তাদের জন্য ভালো হবে।’

আইনমন্ত্রী বলেন, ‘সংলাপ সফল হবে নাকি ব্যর্থ, সেটা সংলাপ শেষ হওয়ার পর রাষ্ট্রপতির মতামত পেলে তখনই জানা যাবে।’ আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আনিসুল হক বলেন, ‘কাকে বিদেশ পাঠানো হবে, কাকে পাঠানো হবে না সেটা সরকারের জন্য বড় বিষয় নয়। একটি উন্নত দেশ গঠনে সরকার ক্ষেত্র প্রস্তুত করেছে, এখন জনগণকে সেবা দেওয়াই বড় বিষয়। জনবান্ধব সরকারের জনসেবা মানুষের কাছে পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের জন্য চ্যালেঞ্জ।’

আইনমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন গঠনে আইন করার মতো সময় এখন আর নেই। তবে এ আইন নিশ্চয়ই হবে। এই আইন হবেই না, সেটা কখনো বলিনি আমরা। এমন একটা আইন হতে হবে যেটা সার্বজনীন হয়।’

তিনি আরও বলেন, ‘সরকারের কাছে এখন চ্যালেঞ্জ হলো জনগণের সেবা করা। এটাই এত বছরে করে আসছে সরকার। পাঁচ বছর মেয়াদ শেষ হলে যারা জনগণের সেবা করেছে, তাদেরই আবার ভোট দিয়ে নির্বাচিত করবে মানুষ। যারা নিজেদের সেবা নিয়ে ব্যস্ত ছিল, তাদের নির্বাচিত করবে না।’

মামলার জট আগের চেয়ে বেড়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘করোনাকালে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে দুই লাখ মামলার নিষ্পত্তি হয়েছে। সেটা না হলে জট আরও বেড়ে যেতো।’

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: