South east bank ad

ভারতে তিন বছর জেল খেটে দেশে ফিরল একই পরিবারের ৩ জন

 প্রকাশ: ০২ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ জামাল হোসেন, (বেনাপোল):

ভালো কাজের আশায় ভারত যেয়ে পুলিশের কাছে আটক হয়ে তিন বছর জেল খেটে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছে একই পরিবারের একজন নারী ও দুইজন পুরুষ।

গত শনিবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

ফেরত আসারা হলেন, খুলনা জেলার রূপসা উপজেলার রামনগর গ্রামের হাতেম আলীর মেয়ে জেসমিন খাতুন (৩৯), একই পরিবারের সোনা আলী গাজির ছেলে লোকমান হোসেন (৪৪) ও তার ছেলে মোঃ রাছেল আলী (২৬)।

ফেরত আসা জেসমিন খাতুন বলেন, অভাব অনটনের সংসারে ভালো কাজের আশায় গত তিন বছর আগে ভারতে যাই। এরপর সেখানে বাসা বাড়ির কাজ করার সময় পুলিশের কাছে আটক হয়ে জেল খানায় যেতে হয়। সেখান থেকে একটি এনজিও তাদের জামিন করিয়ে তাদের তত্বাবধানে শেল্টার হোমে রাখে। আজ দেশে ফিরে এলেম।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, “এরা ভালো কাজে আশায় ভারতের ব্যাঙ্গালুর শহরে গত তিন বছর আগে পাড়ি জমায়। এরপর সেখানকার পুলিশের কাছে ধরা পড়ে জেল হাজাতে যায়। আজ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এরা দেশে ফিরে এসেছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে এদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।”

রাইটস যশোর এর তথ্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিক আহমেদ বলেন, “এরা ভারতে ভাল কাজের আশায় সীমান্তের অবৈধ পথে দালালের মাধ্যমে ভারতে যায়। এরপর সেখানে পুলিশের কাছে আটক হওয়ার পর একটি বেসরকারী এনজিও সংস্থা নেস বাংলা শেল্টার হোমের মাধ্যমে জেল থেকে বের হয়ে ওই হোমে থাকে। দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মাধ্যেমে চিঠি চালাচালির এক পর্যায়ে বিশেষ ট্রাভের পারমিটের মাধ্যমে আজ দেশে ফিরেছে। বেনাপোল পোর্ট থানার আনুষ্টানিকতা শেষে এদের যশোর রাইটর এর হোমে রেখে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: