শিরোনাম

South east bank ad

সিলেট(ডিবি) অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ গ্রেফতার-৩

 প্রকাশ: ০২ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

গত ০১/০১/২০২২ তারিখ সন্ধ্যা অনুমান ০৬:৩০মিনিটে মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক জনাব জনাব মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ)/ নূর মোহাম্মদ তাপাদার, এএসআই(নিঃ)/ গিয়াস উদ্দিন, কনস্টেবল/১৪০৫ আব্দুল্লাহ আল মামুন, কনস্টেবল/১২৬০ আসাদ মিয়া, কনস্টেবল/১৫৬৩ হাসান বক্স, কনস্টেবল/১৭০৬ কামাল হোসেন, কনস্টেবল/২৯৭ আব্দুর রাজ্জাক, কনস্টেবল/৯৫৫ আব্দুল কাদির কনস্টেবল/৩০৪ আব্দুস সামাদ-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি এসএমপি দক্ষিণ সুরমা থানাধীন রেলওয়ে স্টেশনের সামনে বাস টার্মিনাল রোড ব্যাটারী মার্কেট, ভার্থখলা সিলেট লাইবা ট্রোডার্স নামীয় দোকানের সামনে পাকা রাস্তার পাশে বাজারের বাজারের উপর ফুটপাতের দোকানের সারিতে অভিযান পরিচালনা করে আসামী ১।

মোঃ সেলিম (৫৫), পিতা- মৃত সোরফান আলী, মাতা- মৃত আয়েশা বেগম, সাং- বরইকান্দি, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট, ২। মোঃ তারু মিয়া (৫৮), পিতা- মৃত তছলিম মিয়া, মাতা- মৃত অতুল বেগম, সাং- ধরাধরপুর, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট, ৩। মোঃ আইয়ূব আলী (৪০), পিতা- মৃত সোনা মিয়া সরকার, মাতা- মৃত আয়েশা বেগম, সাং উত্তর আজিমপুর (সোনা বাড়ী), থানা- সিদ্দিরগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ, বর্তমানে- গ্রীণ হোটেল, রেলগেইট, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট নামীয় ০৩ (তিন) জুয়ারীকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজাত হতে জুয়া খেলার বিভিন্ন সামগ্রীসহ নগদ টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, ধৃত পলাতক জুয়ারীরা টাকা পয়সা দিয়ে ফুটপাতের উপর ভাসমান দোকানের অনরুপ বসে জুয়া খেলে আসছিলো। জুয়ার নেশায় আসক্ত হইয়া দিন মজুর সাধারণ শ্রেণী পেশার মানুষেরা সর্বশান্ত হইতেছে।

উক্ত আসামীদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করা হলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: