শিরোনাম

South east bank ad

ধুনটে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

 প্রকাশ: ০১ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া):

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হেলাল উদ্দিন শামীমের বিরুদ্ধে অপপ্রচার করার অভিযোগ উঠেছে। শনিবার দুপুর সাড়ে তিনটার দিকে ধুনট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ওই স্বেচ্ছাসেবক লীগ নেতা এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হেলাল উদ্দিন শামীম বলেন, “একটি অনলাইন পোর্টালে আমার বিরুদ্ধে ‘ধুনটে সেই মাদক ব্যবসায়ীর নিয়ন্ত্রনে চলছে বালু ও মাটির ব্যবসা’ শিরোনামে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে।”

সংবাদে আমাকে বিভিন্ন অপকর্ম, যমুনার চরাঞ্চলে নৌ পথে মাদক ব্যবসার নিয়ন্ত্রন, বালু ও মাটি ব্যবসার নিয়ন্ত্রক উল্লেখ করা হয়। এছাড়াও ইয়াবাসহ পুলিশের হাতে একাধিকবার গ্রেপ্তার, মামলা ও জেলখাটার কথা বলা হয়েছে।

আমি একজন শিক্ষিত যুবক। বিষয়টি আমার জন্য সম্মান হানিকর। আমার বিরুদ্ধে কোথাও কোন ধরনের মাদক মামলা নেই এবং মাদকসহ কখনো পুলিশের হাতে গ্রেপ্তার হইনি। প্রকৃতপক্ষে যমুনা নদীর ভাঙন রোধে নির্মিত বন্যা নিয়ন্ত্রন বাধের বিভিন্ন স্থানে খানাখন্দকের সৃষ্টি হয়। ওই খানাখন্দ ভরাট করতে স্থানীয় একটি জমি মালিক অনাবাদি জমি থেকে মাটি দেন। বিষয়টি নিয়ে ওই জমি মালিক উপজেলা নির্বাহি কর্মকর্তাকে লিখিত ভাবে অবহিত করেছেন। ওই জমি থেকে মাটি কাটার সরকারি অনুমতি নেই দাবী করে জনৈক সংবাদ কর্মী অবৈধ অর্থ দাবী করেন।

অর্থ চেয়ে না পেয়ে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা তথ্য উপস্থাপন এবং অন্য এলাকার মাটি কাটার ছবি ব্যবহার করে মিথ্যা সংবাদ পরিবেশন করেছে। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে অপপ্রচার থেকে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রশাসনের নিকট আইনগত সহায়তা কামনা করছি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: