যুবলীগ নেতাকে মারপিটের অভিযোগে আ:লীগ নেতার বিরুদ্ধে মামলা
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
বগুড়ার ধুনট উপজেলা যুবলীগের সভাপতিকে মারপিটের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান বাদি হয়ে এ মামলা করেন। ওই মামলায় উপজেলার চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলেফ বাদশা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনিসহ ১১ জনকে আসামী করা হয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ভিপি শেখ মতিউর রহমান গত ২৬ ডিসেম্বর সন্ধ্যার দিকে ধুনট পোষ্ট অফিসের উত্তর পাশে মৌ চা স্টলে চা পান করছিলেন। এসময় আলেফ বাদশা ও মাইদুল ইসলাম রনিসহ ১১ জন ব্যক্তি তাকে ঘিরে ধরেন এবং বেদম মারপিট শুরু করেন।
মতিউর রহমান চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামীরা তাকে ফেলে রেখে চলে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
এ ঘটনায় আওয়ামী লীগ নেতা আলেফ বাদশা বলেন, “যুবলীগ নেতাকে মারপিটের ঘটনার সাথে তিনি জড়িত নন। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।”
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান,“ মতিউর রহমানকে মারপিটের অভিযোগে থানায় একটি মামলা নথিভুক্ত হয়েছে। মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”