আরমান হোসেন হত্যা মামলার আসামী শিপলু আটক
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আজ রাত ০০.১৫ ঘটিকার সময় কোতোয়ালী মডেল থানাধীন জল্লারপাড়স্থ পানসি বাজারের পাকিংয়ের প্রায় ২০০ গজ দক্ষিণে নতুন রাস্তার উপর পূর্ব শত্রুতার জের ধরিয়া কয়েকজন দূস্কৃতিকারীর ধারালো চাকুর আঘাতে কাজীর বাজার মাদ্রাসা পড়ুয়া ছাত্র ভিকটিম মৃত আরমান হোসেন (১৭) নামের ব্যক্তি খুন হয়। উক্ত ঘটনার পরপরই সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আলী মাহমুদ সাহেবের দিক নির্দেশনায় এসআই(নিঃ)/নিশু লাল দে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় কোতোয়ালী মডেল থানাধীন জল্লারপাড় এলাকায় অভিযান পরিচালনা করিয়া হত্যা কান্ডের ঘটনায় জড়িত ০১ জনকে গ্রেফতার করেন।
উক্ত হত্যাকান্ডের ঘটনার বিষয়ে ভিকটিম মৃত আরমান হোসেন (১৭) এর পিতা আবুল কামাল আজাদ বাদী হইয়া থানায় এজাহার দায়ের করিলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৯১, তাং-৩১/১২/২০২১খ্রিঃ, ধারা-ধারা-৩০২/১১৪/৩৪ রুজু করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ শাখাওয়াত হোসেন খান শিপলু (৪০) অত্র মামলার এজাহার নামীয় আসামী হাওয়ায় তাহাকে বিজ্ঞ আদালতে সোপর্দ হইয়াছে।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা :-
১। মোঃ শাখাওয়াত হোসেন খান শিপলু (৪০), পিতা- মোঃ আঃ মুকিত খান, সাং-বাসা নং-৫৯, খান হাউজ, জল্লারপাড়, থানা- কোতোয়ালী, জেলা-সিলেট।