শিরোনাম

South east bank ad

আ’লীগ নেতা শামীম হত্যা মামলায় নিলু খাঁ অস্ত্রসহ গ্রেপ্তার

 প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সুশান্ত কুমার সরকার, (পাবনা):

পাবনা সদরের হেমায়েতপুর ইউনিয়নের নাজিরপুরে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় স্থানীয় আওয়ামীলীগ নেতা শামীম হোসেনকে (৩৮) গুলি করে হত্যা মামলার প্রধান আসামী সাবেক চেয়ারম্যান তারিকুল ইসলাম ওরফে নিলু খাঁকে (৬৯) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

র‌্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কিশোর রায় এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে ঈশ^রদী উপজেলার ফতেহ মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে হেমায়েতুর ইউনিয়নের নাজিরপুর হাটপাড়া এলাকার মৃত আব্দুল হামিদ খাঁর ছেলে ও হেমায়েতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সদ্য সমাপ্ত হওয়া ইউপি নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হন।

র‌্যাব জানায়, “গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী উপজেলার ফতেহ মোহাম্মদপুর এলাকায় আওয়ামীলীগ নেতা শামীম হোসেন হত্যা মামলার প্রধান আসামী তারিকুল ইসলাম ওরফে নিলু খাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্ত মোতাবেক সদর উপজেলার চরপ্রতাপপুর গ্রামর একটি খড়ের পালার নীচে লুকিয়ে রাখা একটি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগজিন, ১১ রাউন্ড গুলি, ১টি মোবাইল ফোন, একটি সীমকার্ড ও নগদ ৩১০০ টাকা উদ্ধার করা হয়। শুক্রবার গ্রেপ্তারকৃত তারিকুল ইসলাম ওরফে নিলু খাঁকে জিজ্ঞাসাবাদ শেষে পাবনা সদর থানায় অস্ত্রসহ হস্তান্তর করা হয়েছে।”

এর আগে একই মামলায় পুলিশ বৃহস্পতিবার ভোররাতে প্রধান আসামী তারিকুল ইসলাম ওরফে নিলু খার স্ত্রী মালেকা বেগমকে গ্রেপ্তার করা হয়। বুধবার রাতে নিহত শামীমের বাবা নুর আলী বাদী হয়ে নিলু পরিবারের ১৬ সদস্যের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮/১০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় পাবনা সদরের হেমায়েতপুর ইউনিয়নের নাজিরপুর হাটের উপর আওয়ামীলীগের নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী মঞ্জুরুল ইসলাম মধু কর্মি-সমর্থকদের সাথে আলোচনা করছিলেন। এ সময় প্রতিপক্ষের গুলিতে ওয়ার্ড আওয়ামীলীগের প্রচার সম্পাদক শামীম হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: