শিরোনাম

South east bank ad

তা,মীরুল উম্মাহ মাদরাসায় ১২ জন A+ সহ ১০০% উত্তীর্ণ

 প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মালেক, (ভোলা):

ভোলার বোরহানউদ্দিন উপজেলার ঐতিহ্য বাহী বিদ্যাপীঠ তা'মীরুল উম্মাহ মাদরাসা দাখিল পরীক্ষায় একক ভাবে সর্বোচ্চ A+ পেয়ে উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।

এ বছর বোরহানউদ্দিন উপজেলায় মোট A+ পায় ১৫ জন। এই মাদরাসা থেকে ২০ জন ছাত্র দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করিয়া শতভাগ উত্তীর্ণ হয়। এদের মধ্যে ১২জন A+ ও ৬ জন A গ্রেড এ উত্তীর্ণ হয়।

এ ব্যাপারে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পরিচালনা পর্ষদ, শিক্ষকবৃন্দ,অভিভাবক সহ সকল কে ধন্যবাদ জানান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: