গফরগাঁওয়ে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার-১
এইচ কবীর টিটো, (গফরগাঁও):
বুধবার (২৭ডিসেম্বর ২০২১) পাগলা থানা পুলিশ রাত ৭:৩০ মিনিটের দিকে টহল দেয়ার সময় দেশীয় অস্ত্র সহ ১জন কে আটক করে।
জানাগেছে, বুধবার সন্ধ্যায় ৭টা৩০ দিকে আহলেরটেক টু বারই হাটি পাকা সড়কে একটি অটোরিকশায় ১০/১২কে পুলিশ দেখতে পেয়ে অটোতে থাকা যাত্রীদের চ্যালেজ্ঞ করলে তারা দৌড়ে পালাবার চেষ্টা কালে বারই হাটি মধ্যপাড়া গ্রামের জসিমউদদীনের ছেলে মুজিবুর রহমান (৪৮) কে আটক করে পাগলা থানা পুলিশ।
বাকি আসামী মোঃ সোহেল(৪০),খোকন(৩৫), নবীন(৩৮),রাকিব(২৮),বিপুল(৩৩),হৃদয়(২৫),আজিজুল(৩২),এনামূল (২৫) সহ ৮জন পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ জানায়, “বুধবার সন্ধ্যায় টহল ডিউটি চলাকালীন সময়ে দেশীয় অস্ত্র বহনকারী একটি অটোরিক্সা থেকে হাতেনাতে আটক করা হয় মুজিবুর রহমান কে।
গ্রেফতারকৃতরা আগামী ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে হামলার পরিকল্পনা করে এই অস্ত্রের মজুদ করছিলো বলে জানান।”
পুলিশ আরও জানায়, “আটক মজিবুরের স্বীকারোক্তি অনুযায়ী আসন্ন ইউপি নির্বাচনে টাঙ্গাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন পলাশের ছোট ভাই বিপুল(৩৩) এই অস্ত্রের মজুদ করছিলো বলে জানান। এরা এলাকায় নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টির লক্ষে মহড়া দিয়ে আসছিলো।”
এ বিষয়ে পাগলা থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান বলেন, “আটক সন্ত্রাসীর বিরুদ্ধে পাগলা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।”