বগুড়ায় ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার-১
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়া সদরের মাটিডালিতে ১০ কেজি গাঁজাসহ মোঃ রাকিব (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার মাটিডালি আজিজ বিড়ি ফ্যাক্টরির সামনে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাস থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রাকিব কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়া থানার মোঃ কাউসারের ছেলে।
র্যাব-১২ বগুড়া তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে রাজধানী ঢাকা থেকে দিনাজপুরে মাদকদ্রব্য গাঁজার একটি বড় চালান যাচ্ছে। এর ভিত্তিতে তারা মাটিডালি চেকপোস্ট বসিয়ে বিভিন্ন তল্লাশি শুরু করে। পরে সন্ধ্যা সাড়ে ৬ টায় ১০ কেজি গাঁজাসহ রাকিবকে গ্রেফতার করা হয়। ওই সময় তার কাছে থাকা নগদ টাকা ও মুঠোফোন জব্দ করে র্যাব।
র্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) গোলাম ফারুক জানান, গ্রেফতার রাকিবের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। রাতে তাকে সদর থানায় বাকি আইনি প্রক্রিয়ার জন্য হস্তান্তর করা হয়েছে।