শজিমেকের ইন্টার্ন চিকিৎসককে ছুরিকাঘাত করে সর্বস্ব ছিনতাই
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক তৌহিদুল ইসলাম তুহিনকে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কলেজের ২নং গেইটের বিপরীত পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ছিনতাইকারীরা ডাক্তার তুহিনের হাতে-পিঠে ছুরিকাঘাত করে মোবাইল ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় শজিমেক হাসপাতালে ডাক্তার তুহিন চিকিৎসাধীন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে শজিমেকের ২নং গেইটের বিপরীত পাশের নতুন রাস্তায় ডাক্তার তুহিন এবং তার এক বন্ধু এক সঙ্গে হাঁটছিলেন। এমন সময় তিন ছিনতাইকারী তাদের পথরোধ করে তাদের কাছে থাকা সকল জিনিস ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে ডাক্তার তুহিন রাজি না হলে ওই তিন ছিনতাইকারীর সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে তারা ডা. তুহিনকে পিঠ ও হাতের কয়েক জায়গায় ছুরিকাঘাত করে মোবাইল ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়।
শজিমেক ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন রনি বলেন, “ক্যাম্পাসের মধ্যে আমরা কেউ নিরাপদ নই। আমরা নিরাপদ ক্যাম্পাস ও এর আশেপাশের এলাকা চাই। ছিনতাইকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। নইলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে শিক্ষার্থীরা।”
বগুড়া মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই শামীম হোসেন জানান, “ঘটনার পর থেকেই ছিনতাইকারীদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।”