নৌকা প্রতীকের দুই অফিসে আগুন, চার খড়ের পালা ভস্মীভূত
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে। সেই সঙ্গে ইউপি সদস্য প্রার্থীর নির্বাচনী অফিসের কাপড় চুরি ও চারটি খড়ের পালায় আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার ২৮ ডিসেম্বর গভীর রাতে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, গুনাহার ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ভাটাহার গ্রামে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহ্ নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণা অফিসে ঘটনার দিন রাতে প্রতিপক্ষরা আগুন লাগিয়ে দেয়। নির্বাচনী অফিসের পার্শ্বে ওই গ্রামের কেরামত আলীর প্রায় ১০বিঘা জমির একটি খড়ের পালা কো বা কারা ও লোকমান আলীর চার বিঘা জমির তিনটি খড়ের পালা আগুনে পুড়ে যায়।
এসময় ৭নং ওয়ার্ডের ভাটাহার গ্রামে ইউপি সদস্য প্রার্থী ওয়াসিম আলী তালুকদার বুলুর মোরগ প্রতীকের নির্বাচনী প্রচারণা অফিসের কাপড়ও চুরি হয়ে যায়। আগুন লাগার ঘটনায় কেরামত আলী প্রায় ২৫ হাজার টাকা ও লোকমান আলীর প্রায় ১০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তাঁরা। একইদিন রাতে ৩নং ওয়ার্ডের হাঁপুনিয়া মোসলিম বাজারে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহ্ মোঃ আব্দুল খালেকের নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণা অফিসেও প্রতিপক্ষরা আগুন লাগিয়ে দেয়।
এ ব্যাপারে গুনাহার ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহ্ মোঃ আব্দুল খালেক বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রতিপক্ষ জামায়াত ইসলামী ও ছাত্র শিবির জনগণের মাঝে ভীতি ও ত্রাস সৃষ্টির লক্ষ্যে আমার নির্বাচনী অফিসে আগুন দিয়েছে। এ ঘটনায় নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি।
দুপচাঁচিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়েশা খাতুন জানান, “এ বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। ”
দুপচাঁচিয়া থানার ওসি হাসান আলী বলেন, “খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আগামী ৫ জানুয়ারি দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়ন পরিষদসহ ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ”