শিরোনাম

South east bank ad

যুবদের আত্মকর্মসংস্থানে আধুনিক প্রশিক্ষণ ও নতুন প্রকল্প চালু হচ্ছে: ডিজি যুব উন্নয়ন

 প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো. নজরুল ইসলাম, (ময়মনসিংহ):

দেশের যুবদের আত্মকর্মসংস্থানের জন্য যোগোযোগী ও আধুনিক প্রশিক্ষণ প্রদানসহ আরও নতুন নতুন প্রকল্প চালু হতে যাচ্ছে। সারাদেশে বায়োগ্যাস প্রকল্প, ড্রাইভিং প্রশিক্ষণ চালু করা হচ্ছে বলে ঘোষণা দিয়েছেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মোঃ আজহারুল ইসলাম খান।

ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে ২৯ ডিসেম্বর বুধবার সকালে প্রশিক্ষণ কর্মসূচী বাস্তবায়ন ও মূল্যায়ন শীর্ষক দিনব্যাপী ময়মনসিংহ বিভাগীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিমিত সম্পদের মধ্যে প্রতি বছর তিন লক্ষাধিক যুবদের প্রশিক্ষণ দেয়ার কথা উল্লেখ করে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আজহারুল ইসলাম খান আরো বলেন, বিশ্বব্যাংক এবং ইউএসএইড হতে প্রায় নয় শত কোটি টাকার দুটি প্রকল্প ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দ্রুত সময়ের মধ্যে এর কাজ শুরু হবে। তা ছাড়া প্রশিক্ষিতদের সনদপত্র বন্ধকী রেখে যুবদের সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেয়ার ব্যাপারে এনআরবিসি ব্যাংকের সাথে যুব উন্নয়ন অধিদপ্তরের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর ঋণ আদায়ে ব্যাংকে সহযোগীতা প্রদান করবে। তিনি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের দেয়া ঋণসমূহ ৯৫ শতাংশই আদায়ে হয়ে থাকে।

যুবদের উৎপাদিত পণ্য অনলাইন মার্কেটের মাধ্যমে বিপননের জন্য প্রত্যেক জেলা প্রশাসকদের সহযোগীতা নিয়ে একটি অনলাইন মার্কেট ক্ষেত্র তৈরি করা হবে । যুব উন্নয়ন এর তত্ত্বাবধান ও মনিটরিং করবে বলেও ঘোষণা দিয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আরো অনেক নূতন নূতন কর্মসূচী আসছে। কর্মকর্তাদের নিজ নিজ দপ্তর এলাকার অবস্থান করে সকল কর্মসূচী ও প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য মাঠে পর্যায়ের যুব উন্নয়ন কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন। এর মাধ্যমে যুব উন্নয়ন প্রশিক্ষকরা দেশসেরা আদর্শ প্রশিক্ষক হিসেবে খ্যাতি পাবেন।

যুব উন্নয়ন অধিদপ্তর ময়মনসিংহের উপ-পরিচালক মোঃ রোকন উদ্দিন ভূঁইয়ারর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ কেএম গালিভ খান, যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক (প্রশিক্ষণ) উপ-পরিচালক ( প্রশিক্ষণ) শেখ মোঃ নাসির উদ্দিন ও মোঃ আতিকুজ্জামান খান প্রমূখ।

কর্মশালায় অংশ নেন ময়মনসিংহ অঞ্চলের ৬ জেলার ৬০টি উপজেলার উপ-পরিচালক, সহকারি পরিচালক, কো-অর্ডিনেটর, ডেপুটি কো-অর্ডিনেটর ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাবৃন্দ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: