শিরোনাম

South east bank ad

"কালচারাল ক্লাসিসিস্ট"র মেডিক্যাল চেকআপ ও ব্লাড গ্রুপিং

 প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর):

শেরপুরে বিনামূল্যে মানুষদের জন্য “মেডিক্যাল চেকআপ ও ব্লাড গ্রুপিং এর ব্যাবস্থা করেছে কালচারাল ক্লাসিসিস্ট শেরপুর জেলা শাখা “দি ডিকেডস”। গত (২৭ ডিসেম্বর) সোমবার দুপুর ২ টায় শেরপুর পৌর শিশু পার্কে শুরু হয় ফ্রী মেডিক্যাল ও ব্লাড গ্রুপিং ক্যাম্প।

রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাছরিন বেগম ফাতিমা। মেডিক্যাল ক্যাম্পটি উদ্বোধন করেন, শেরপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ড.শারমিন রহমান অমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক আঞ্জমান আরা লিপি, রক্তসৈনিক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা আল-আমিন রাজু।

উক্ত ক্যাম্পে ড.শারমিন রহমান অমি অসহায় মানুষের সাধারণ চেকাপ করে প্রেস্ক্রিপশন করে দেন এবং বিনামূল্যে তাদের মাঝে কিছু ওষধ বিতরণ করেন। পাশাপাশি ব্লাডগ্রুপ ও প্রেশার পরিক্ষা করে তাৎক্ষণিক ফলাফল দিয়ে দেওয়া হয় তাদের।

দি ডিকেডসের ডেপুটি ক্যাসেলান সাদিকুর রহমান অমিত বলেন, কালচারাল ক্লাসিসিস্ট একটি নন প্রোফিট অর্গানাইজেশন বাংলাদেশের ৬৪ টি জেলায় আমরা বিভিন্ন মানুষের মাঝে লুকায়িত প্রতিভা বা যারা নিজের প্রতিভা কে তুলে ধরতে পারছে না তাদের প্রতিভা বিকাশে সাহায্য করা ও পথ শিশু এবং অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য একযুগে লড়ে যাচ্ছি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: