বগুড়ার শেরপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
বগুড়ার শেরপুরে সরকারি একটি খালের পানিতে ভাসমান অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার বিশালপুর ইউনিয়নের রানীরহাট বাজার সংলগ্ন সেতুর পাশের খাল থেকে গ্রাম পুলিশের পোশাক পরিহিত ওই নারীর লাশ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য লাশটি বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।
শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, ওই নারীর বয়স অনুমান ৫৫ বছর। এখনও তার পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করা সম্ভব হয়নি। তবে অজ্ঞাত পরিচয়ের ওই নারী মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। আর তার শরীরের পোশাকগুলো পড়া দেখে তাই প্রতীয়মান হয়েছে। সম্ভবত ওই নারী খালের মধ্যে পড়ে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, মঙ্গলবার বেলা ১০টার দিকে স্থানীয়রা খালটির মধ্যে লাশটি পানিতে ভাসতে দেখে থানায় সংবাদ দেন। এরপর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। আর ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়া গেলেই কেবল মৃত্যুর প্রকৃত কারণ জানা ও বলা সম্ভব হবে।
এছাড়া নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি ওই ঘটনায় থানায় একটি মামলা নেওয়া হয়েছে বলে জানান তিনি।