বকশীগঞ্জে প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
শামীম আলম, (জামালপুর):
জামালপুরের বকশীগঞ্জে রাতের আঁধারে কামালের বার্ত্তী মডেল সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএইচ কবিরের ওপর হামলার প্রতিবাদে সোমবার বেলা ১১ টায় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সাধুরপাড়া ইউনিয়নের কেবি মডেল সেসিপ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয় মাঠে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কেবি মডেল সেসিপ উচ্চ বিদ্যালয়ের সহকারী বেলাল হোসেনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বীরমুক্তিযোদ্ধা আফসার আলীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আমিনুল হক, বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, বীরমুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, সাবেক প্রধান শিক্ষক আনিছুর রহমান নান্নু, খেওয়াচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী, মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ঘাসিরপাড়া রোকেয়া বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন, কেবি মডেল সেসিপ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোকাম্মেল হক, সহকারী শিক্ষক মিনারুল ইসলাম, সহকারী শিক্ষক ইয়াসমীন আরা, শিক্ষক কারিমুল ইসলাম, শিক্ষার্থী সুস্মিতা আক্তার সুচি প্রমুখ।
মানববন্ধনে বক্তারা গত ২৫ ডিসেম্বর রাতে প্রধান শিক্ষক এমএইচ কবিরের ওপর হামলার অতর্কিত হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান এবং তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ২৫ ডিসেম্বর রাত ১০ টার দিকে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদুল আলম বাবুর পক্ষে নির্বাচনী প্রচারণা শেষে নিজ বাড়িতে ফেরার পথে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবীরের লোকজন কেবি মডেল সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএইচ কবিরের ওপর হামলা চালায় ।
হামলায় তার হাত ভেঙে যায়। ওই হামলায় আরো ৭ জন আহত হন।