শিরোনাম

South east bank ad

গৌরীপুরে প্রয়াত শিক্ষক ইশতিয়াক স্মরণে শোকসভা ও দোয়া-মাহফিল

 প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মশিউর রহমান কাউসার, ((ময়মনসিংহ) :

ময়মনসিংহের গৌরীপুরে ইছুলিয়া মোসলেম উদ্দিন মোগল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক নাসির মোহাম্মদ ইশতিয়াক ওরফে খোকন মাস্টারের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গৌরীপুর উপজেলার প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষকদের স্থানীয় সংগঠন সহকারী শিক্ষক প্যানেলের উদ্যোগে সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে গৌরীপুর প্রেসক্লাবে এ কর্মসূচীর আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি সহকারী শিক্ষক মোফাক্কারুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আজহারুল ইসলামের সঞ্চালনায় স্মরণসভায় মরহুমের স্মৃতিচারণ করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাদিউল ইসলাম, পৌর কাউন্সিলর আরিফুল ইসলাম ভূইয়া এনাম, উপজেলা স্কাউটস সম্পাদক দেওয়ান কামাল হাসান খান, মরহুমের সহধমর্মিণী চান্দের সাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন বিনতে ইসলাম, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান মজনু, গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, একেএম মাজহারুল আনোয়ার ফেরদৌস, গড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, গুজিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম, সহকারী শিক্ষক ফারুকুল ইসলাম, উমর ফারুক, আমান উল্লাহ, সুজন চন্দ্র দাস, শরিফুল ইসলাম প্রমুখ।

স্মরণসভা শেষে দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক গোলাম কিবরিয়া। এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সরকারী শিক্ষকবৃন্দ অংশগ্রহন করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: