শিরোনাম

South east bank ad

ময়মনসিংহ ও আঞ্চলিক মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির আহবায়ক হলেন কাজী রাজ্জাক

 প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো. নজরুল ইসলাম, (ময়মনসিংহ):

বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতি ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক ময়মনসিংহ বড় মসজিদ পরিচালনা পর্ষদের সফল ট্রেজারার বিশিষ্ট শিক্ষক সংগঠক কাজী আব্দুর রাজ্জাককে আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট বিভাগীয় ও আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতি ময়মনসিংহ বিভাগীয় ও আঞ্চলিক কমিটির আত্মপ্রকাশ ঘটলো।

কাজী আব্দুর রাজ্জাক জানান, গত শনিবার (২৫ ডিসেম্বর) ময়মনসিংহের স্থানীয় হোটেলে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতি ময়মনসিংহ বিভাগীয় ও আঞ্চলিক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী খলিলুর রহমান সরদার, মহাসচিব কাজী ইকবাল হোসেন, যুগ্ম মহাসচিব কাজী জাকির হোসেন ও কাজী নজরুল ইসলাম আনসারী।

সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা কাজী সমিতির সভাপতি কাজী এনায়েতুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা কাজী সমিতির সাধারন সম্পাদক কাজী আঃ রাজ্জাক, বৃহত্তর ময়মনসিংহের টাংগাইল, জামালপুর শেরপুর, নেত্রকোনা কিশোরগঞ্জ ও ময়মনসিংহের প্রতিনিধিগন বক্তব্য রাখেন।

এদিকে বিশিষ্ট সংগঠক অধ্যক্ষ আমীর আহম্মেদ এর অন্যতম শিষ্য বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতি ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক ময়মনসিংহ বড় মসজিদ পরিচালনা পর্ষদের সফল ট্রেজারার বিশিষ্ট শিক্ষক সংগঠক কাজী আব্দুর রাজ্জাককে বিভাগীয় ও আঞ্চলিক কমিটির আহবায়ক নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। তার যোগ্য নেতৃত্বে এ অঞ্চলে বাল্যবিয়ে রোধসহ কাজীদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে দঅবদান রেখে একটি শক্তিশালী সংগঠন প্রতিষ্ঠা করবেন বলে আশাপ্রকাশ করেন তিনি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: