শ্রীবরদীর ৯ ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা
সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর):
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেরপুরের শ্রীবরদী উপজেলার ৯টি ইউপিতে দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ শেষ হয়েছে।
২৬ ডিসেম্বর রবিবার সকাল আটটা থেকে শুরু হয়ে ওই ভোট গ্রহণ চলে একটানা বিকেল চারটা পর্যন্ত। নির্বাচনে ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা।
নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত রয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবার নির্বাচনে শ্রীবরদীর ৫৯ জন চেয়ারম্যান প্রার্থী, ৩২৯ জন সাধারণ সদস্য প্রার্থী ও ১৩৫ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৭৪ হাজার ৫৫৯জন।