শিরোনাম

South east bank ad

বকশীগঞ্জে ইউপি নির্বাচন নিয়ে হামলা, ১৭৫ জনের বিরুদ্ধে মামলা

 প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম, (জামালপুর):

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় নামীয় ১১৫ জনসহ ১৭৫ জনের নামে মামলা হয়েছে। এ বিষয়ে রোববার সকালে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন আমজাদ আলী। আমজাদ আলী সাধুরপাড়া ইউনিয়নের আওয়ামলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল আলম বাবুর বড় ভাই।

জানা যায়, ২৫ ডিসেম্বর দিবাগত রাত ১১ টার সময় জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল আলম বাবুর সর্মথকদের সাথে স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবিরের সর্মথকদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। হামলায় এম এইচ কবির, আমজাদ হোসেন, ভিক্ষু, সেলিম, জবর আলী ও নূর নবীসহ উভয় পক্ষে ১২ জন আহত হয়।

আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় ২৫ ডিসেম্বর দিবাগত রাতেই পুলিশ, বিজিবি ও আনসারসহ প্রশাসনের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে প্রশাসনের লোকজন শান্তি বজায় রাখার জন্য সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা, পুলিশের এএসপি রাসেল মাহমুদ,বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর ও বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাট।

এই ঘটনায় সাধুরপাড়া ইউনিয়নের আওয়ামলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল আলম বাবুর বড় ভাই আমজাদ আলী বাদী হয়ে ২৬ ডিসেম্বর বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৩, তারিখ ২৬, ধারা ১৪৩,৩৪১, ৩২৩, ৩২৫,৩২৬, ৩০৭(২)/১১৪/৩৪। মামলার প্রধান আসামী সাধুরপাড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হুমায়ন কবির। মামলায় মোট আসামীনামীয় ১১৫জনসহ ১৭৫জন।

এব্যাপারে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল আলম বাবু জানান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবিরের র্নিদেশে রাতের আধারে তার সমর্থক আমার বড়ভাইসহ কর্মীদের উপর হামলা চালায়। হামলায় আমার বড়ভাইসহ ৭ জন কর্মী গুরুত্বর আহত হয়।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির জানান, আমার প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী মিথ্যা অভিযোগ দিয়ে আমিসহ আমার কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে। আমার কোন কর্মী ওই ঘটনার সাথে জড়িত না।

এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাট জানান, প্রাথমিকভাবে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: